এম সুব্বারাও-এর নেতৃত্বে মানবাধিকার কর্মীদের একটি দল ২০১৪ সালে রক্তচন্দন গাছ কেটে রপ্তানির বেআইনি কারবার এবং তার সাথে দিনমজুরদের হাজতবাস এবং পুলিশের গুলিতে মৃত্যু বিষয়ক তদন্ত করে। ওই বছরই দেখা যায়, মোট সাত জন দিনমজুর পুলিশের সাথে ‘সংঘর্ষে’ মারা গেছে। প্রায় ২০০০ জন কাডাপ্পা জেল-এ বন্দী। অক্টোবর মাসে প্রকাশিত রিপোর্টের সম্পাদিত অংশ অনুবাদ করা হলো। […]
সাম্প্রতিক মন্তব্য