১৬ ডিসেম্বর বিশেষ কারণেই যেতে হয়েছিল পার্ক স্ট্রীট। ফেরার পথে মাদার টেরিজা সরণি ধরে হেঁটে যখন জহরলাল নেহরু রোডে পড়লাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। যাব লেনিন সরণী। জওহরলাল নেহরু সরণীর বাঁদিকের অপেক্ষাকৃত কম জনবহুল দিকটি দিয়ে হাঁটছি। চৌরঙ্গী ফ্লাইওভারের এদিকটায় আলো-আঁধারি খেলা করে। একটু এগোতেই বাঁদিকের প্রাচীরের ওপর থেকে কতগুলি মুখ চোখে পড়ল। চোখের কটাক্ষে […]
সাম্প্রতিক মন্তব্য