দীপংকর সরকার, হালতু, ১৬ জানুয়ারি# কৃষ্ণপুর খুব একটা সুদুরের গ্রাম নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর গ্রামের কাছেই। জি টি রোড ধরে আদিসপ্তগ্রাম থেকে দেবানন্দপুর মোড়ে গেলে, একটা লাল মাটির এবড়োখেবড়ো মোড়াম বিছানো ধুলি ধূসরিত রাস্তা এঁকেবেঁকে গিয়েছে কৃষ্ণপুরের দিকে। ত্রিবেণী থেকে বাহিত, হারিয়ে যাওয়া সরস্বতী নদী এই জায়গা দিয়ে বহমান। সেই নদীর তীরের জায়গাটাকে লোকে […]
সাম্প্রতিক মন্তব্য