আমাদের দেশে অর্থনৈতিক বৃদ্ধির এক দশক অতিক্রান্ত। শত্রুর মুখে ছাই দিয়ে জিডিপি বাড়ছে, কিন্তু কমছে মানুষের চাকরি বা কাজ। জিডিপি-র প্রায় দুই তৃতীয়াংশই পরিষেবা ক্ষেত্রের সম্পদ, কিন্তু ওই ক্ষেত্রে দেশের মাত্র এক চতুর্থাংশ লোকের চাকরি/কাজ হয়েছে। কৃষিতে নিয়োজিত অর্ধেক মানুষ — কিন্তু জিডিপিতে তার অবদান মাত্র সতেরো শতাংশ। বাকি পড়ে থাকছে শিল্প। আরো স্পষ্ট করে […]
সাম্প্রতিক মন্তব্য