১৯৮৪ সালে মধ্যপ্রদেশের ভূপালে ইউনিয়ন কার্বাইডের সার ও কীটনাশক কারখানায় বিপর্যয়ে পঁচিশ হাজার মানুষ মারা যায়। এখনও সেই বিষে আক্রান্ত প্রায় পাঁচ লক্ষ মানুষ। ক্ষতিপূরণ, দায় স্বীকার, শাস্তি তো দূরে থাক, ওই বিষ-কারখানার বিষাক্ত অবশেষগুলো অবধি সরিয়ে ফেলার বন্দোবস্ত করতে পারেনি সরকার বা সেদিনের ইউনিয়নের কার্বাইডের এখনকার মালিক ডাউ কেমিক্যাল। এবারের লন্ডন অলিম্পিকের প্রধান বিজ্ঞাপনদাতা […]
সাম্প্রতিক মন্তব্য