ফুকুশিমার মতো এত বড়ো পরমাণু-দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও প্রধানমন্ত্রী শিনজো আবে দেশে দেশে পরমাণু-সরঞ্জাম ফিরি করে বেড়াচ্ছেন! আসলে, ফুকুশিমা দাইচির দুর্ঘটনার পরেই এই ফিরি করার প্রয়োজনীয়তা বেড়ে গেছে। কারণ, জাপানে নতুন পরমাণু চুল্লি বানানোর বিরুদ্ধে জোরালো জনমত। অথচ, চুল্লি-প্রযুক্তি ও যন্ত্র বিক্রির তাগিদ রয়েছে।
ভারত-জাপান পরমাণু সমঝোতা বন্ধ করো! পরমাণু রপ্তানি নীতি থামাও!
ভারতের প্রধানমন্ত্রী এখন জাপান সফরে, সে দেশের সঙ্গে পরমাণু সমঝোতার জন্য। এই পরিপ্রেক্ষিতে দুটি দেশের সরকারকে লক্ষ্য করে এই চিঠি। এই চিঠিটি সই করেছেন কুডানকুলামের পরমাণু প্রতিরোধ আন্দোলনের নেত্ররবৃন্দ সহ পৃথিবীর অনেক সচেতন মানুষ, ২৮ মে # আমরা নিম্নলিখিত স্বাক্ষরকারীরা এই পৃথিবীর সচেতন নাগরিক। আমরা ভারত এবং জাপানের মানুষের সমর্থনে এই চিঠি লিখছি। আমরা ভারত-জাপান […]
সাম্প্রতিক মন্তব্য