ফুকুশিমার মতো এত বড়ো পরমাণু-দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও প্রধানমন্ত্রী শিনজো আবে দেশে দেশে পরমাণু-সরঞ্জাম ফিরি করে বেড়াচ্ছেন! আসলে, ফুকুশিমা দাইচির দুর্ঘটনার পরেই এই ফিরি করার প্রয়োজনীয়তা বেড়ে গেছে। কারণ, জাপানে নতুন পরমাণু চুল্লি বানানোর বিরুদ্ধে জোরালো জনমত। অথচ, চুল্লি-প্রযুক্তি ও যন্ত্র বিক্রির তাগিদ রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য