ফের জিনিসপত্র অগ্নিমূল্য। সবজি তরকারির দাম আকাশছোঁয়া। প্রতি বছরই বর্ষার পর সবজির দাম বাড়ে। বাজারে গেলে শোনা যায়, বৃষ্টিতে ঝিঙে, বেগুন, উচ্ছের ফলন মার খেয়েছে চাষিদের। প্রতি বর্ষায় কাঁচালঙ্কার ফলনও মার খায়। তাই দাম বেশি। একইভাবে বর্ষাকালে পেঁয়াজের দাম বেড়ে যায়। কারণ পেঁয়াজ আমদানি হয় আর মহারাষ্ট্রে হর বর্ষায় পেঁয়াজ নষ্ঠ হয়। একইভাবে বছরের কোনো […]
সাম্প্রতিক মন্তব্য