বাঙ্গালোরের কোরামাঙ্গালা-র এজিপুরাতে বাঙ্গালোর মিউনিসিপ্যালিটি (BBMP) একটি কোয়ার্টার বিল্ডিং ভেঙে যাওয়ায় সবকটি বিল্ডিংই ভেঙে দেওয়া হয়। তারপর সেই বাসিন্দাদের জন্য শহরে ‘অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী’র জন্য বরাদ্দ ১৫ একর জমির মধ্যে ৮ একর জমি মিউনিসিপ্যালিটি দেয় ‘মাভেরিক হোল্ডিং’ নামের একটি ডেভেলপার কোম্পানিকে, ১৬৪০টি কোয়ার্টার তৈরির জন্য। কিন্তু ওই ফাঁকা হয়ে যাওয়া জমিতে কোয়ার্টারের মালিকরা থাকেনি, বসতি […]
সাম্প্রতিক মন্তব্য