বাজের হাত থেকে বাঁচতে কী করবেন ঘরের পাশে, স্কুল-কলেজ-হাসপাতাল-বাজার-হাট প্রভৃতি যেখানে মানুষ জড়ো হয়, সেখানে উঁচু করে বজ্রনিরোধক দণ্ড অর্থাৎ লোহার ত্রিশূল-পঞ্চশূল-বহুমুখী শূল লাগান। খরচ নামমাত্র, যে কোনো নির্ভরযোগ্য ইলেকট্রিক মিস্ত্রি কাজটা করে দিতে পারবে। দণ্ড ঠিক আছে কিনা তা মাঝেমাঝে মিস্ত্রিকে দিয়ে চেক করান। ফাঁকা মাঠে বিদ্যুৎ ঝলকানি দেখলে শুয়ে পড়ুন বা বসে পড়ুন। […]
সাম্প্রতিক মন্তব্য