সুব্রত সরকার, কলকাতা, ২১ মার্চ# ‘পুরুলিয়ার লালমাটি, রূপে–গুণে পারিমাটি ……… মঞ্চে তখন কোনও এক ঝুমুরশিল্পী বড় দরদ দিয়ে গাইছেন এ গান। একলি শুনে আপনার বুকটা আনচান করবেই। হৃদয় যদি খুব রুখা–শুখা, টুটা–ফুটা হয়, সেথায় একটা ছলাৎ ছল, ছলাৎ ছল ঢেউ উঠবেই। সৃজন ভূমিতে তখন যে দামামা বেড়েছে। কাড়া–আকড়া বাজিয়ে, ধামসা–মাদল দম্দমাদম আর ভেঁপুতে পোঁ তুলে […]
সাম্প্রতিক মন্তব্য