শান্তিপুরের একটার পর একটা আমবাগান কেটে ফেলা হচ্ছে, একটার পর একটা জলাশয় হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে সরব হন পরিবেশ কর্মীরা, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ই.আই.এ. যে বিল পাশ করিয়ে নিতে চাইছে লকডাউনকে হাতিয়ার করে তার বিরোধিতা করে এইদিনের সভায় উপস্থিত পরিবেশ কর্মীরা বলেন- নদীর ওপর দিয়ে, বনাঞ্চলের ওপর দিয়ে অথবা অন্য কোনো পদ্ধতিতে পরিবেশের ক্ষতি করে নদীর গতিপথ রুদ্ধ করে, জঙ্গলে বসবাসকারী অন্যান্য প্রাণীদের সহ মনুষ্যকুলকে বিপদের মুখে ঠেলে দিয়ে তথাকথিত উন্নয়ন, কারখানা বা ব্রীজ গড়ে উঠবে।
সাম্প্রতিক মন্তব্য