সংবাদমন্থন প্রতিবেদন। নদিয়া। বাচ্চাদের ছবি আঁকা শেখায় গৌতমদা। জিগ্যেস করলাম, পাঞ্জাবের চাষিরা আবার দিল্লির দিকে যাচ্ছে, কিছু জানো ওদের আন্দোলনের ব্যাপারে। সটান উত্তর, আমি চাষি নই। ও নিয়ে আমার তাই আগ্রহও নেই কোনো। নিজের অল্প কিছু জমিতে সার বিষ ছাড়া শাকসব্জি চাষ করে বিক্রম। ও শুনেছে বটে কৃষক আন্দোলনের কথা। বিস্তারিত জানে না কিছু তেমন। […]
কেন ফের উত্তর ভারতের কৃষকরা দিল্লির দিকে আসছে?
কৃষকরা দাবি করছে, তাদের জন্য পেনশন চালু করতে হবে; তাদের ঋণ প্রত্যাহার করতে হবে; যারা নকল বীজ, কীটনাশক ও সার বানায়, তাদের শাস্তি দিতে হবে। তাদের আরও দাবি, বর্তমান একশ’ দিনের কাজ বাড়িয়ে বছরে দু’শ দিনের কাজে পরিণত করতে হবে এবং অন্যান্য সমস্ত দেশের থেকে কৃষিপণ্যের নিঃশুল্ক আমদানির যে চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট), সেগুলি সমস্ত বাতিল করতে হবে।
সাম্প্রতিক মন্তব্য