এই বছর শান্তিপুরের গঙ্গা সংলগ্ন এলাকার নীচু জলাশয় গুলিতে কিছু খয়রা কাস্তেচরা পাখি দেখা গেলেও, সংখ্যায় অন্যবারের চেয়ে অনেক কম। প্রায় প্রতিবছরই এদের সংখ্যা কমছে। নির্বিচারে পাখি শিকার, জলাশয় হ্রাস, জমিতে কীটনাশক প্রয়োগে খাদ্যের অভাব ইত্যাদি বিভিন্ন কারণে দিন দিন কমছে এদের সংখ্যা। পাখি সংরক্ষণের সঠিক সঠিক ব্যবস্থা এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে না পারলে আগামী দিনে বিরল প্রজাতির এই পাখি বিলুপ্তির পথে চলে যাবে, যা পাখিপ্রেমী মানুষের কাছে খুবই বেদনার। সেই সঙ্গে নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য।
সাম্প্রতিক মন্তব্য