পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতির আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় মানুষ পানবরজের জমিগুলি পুনর্দখল করতে শুরু করে। ওগুলো জোর করে দখল করে নিয়েছিল জেলা প্রশাসন, পস্কোকে দেবার জন্য। ফলত, পস্কো আমাদের লোকেদের বিরুদ্ধে মামলা করে। মামলাগুলোর মধ্যে আছে অপরাধ সংক্রান্ত ধারা
পস্কোর দখলে যাওয়ার মুখে বনভূমির অধিকার চাইল প্রতিরোধের ধিনকিয়ায় গ্রামসভা
সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ নভেম্বর# পস্কো প্রতিরোধের গ্রাম ধিনকিয়াতে ৩ অক্টোবর ২০১২ তারিখে গ্রাম স্তরের পল্লি সভা বসে সিদ্ধান্ত নেয়, সংযুক্ত বনভূমি পস্কো প্রকল্পের অঙ্গীভূত করা চলবে না। পরদিন ৪ অক্টোবর লাগোয়া গ্রাম গোবিন্দপুরে আরেকটি পল্লি সভা বসে এবং একই ধরনের সিদ্ধান্ত নেয়। কিন্তু মিটিং শেষ হওয়ার আগে পস্কো প্রকল্পের সমর্থকরা এবং সরকারি দলের সমর্থকরা সভা […]
সাম্প্রতিক মন্তব্য