প্রথম প্রথম বেশ মজা লাগছিল। শুধু খাচ্ছিলাম আর ঘুমোচ্ছিলাম। তার সঙ্গে পাল্লা দিয়েছিল টি.ভি.। এখন লকডাউন নেই। আবার প্রাইভেট টিউশন তাদের মুখমন্ডল দেখিয়েছে। শুধু স্কুলটাই বন্ধ। আগের মত আঁকা, পড়াশুনা তরতর করে চলছে। তবে পাঁচটায় খাওয়ার বদলে দুটোয় খাওয়া। সাড়ে ন’টায় স্নান করার বদলে সাড়ে বারোটায় স্নান করা।
‘কলেজ মানে দাঁড়িয়েছে একটা ইনস্টিটিউশনে থাকা’
জিতেন নন্দী, কলকাতা, ১ ডিসেম্বর# আমার সঙ্গে দেখা হয়েছিল নিউ আলিপুর কলেজের প্রথম বর্ষের একজন ছাত্রীর। কথায় কথায় তার কাছ থেকে আমি ওই কলেজে ক্লাসের অবস্থাটা জানতে পারি। মেয়েটি স্বতঃস্ফূর্তভাবেই সমস্যাটা আমাকে জানিয়েছে। কিন্তু এসব জিনিস ছাপার ব্যাপারে ওর ভয় রয়েছে। ও নাম প্রকাশে অনিচ্ছুক। আমি যতটা পারলাম, ওর কথাগুলো বিবৃত করছি। ‘আমি পাঁচ মাস […]
সাম্প্রতিক মন্তব্য