আজ ২ টো থেকে শিমলা ডিসি অফিস, মল রোডের সামনে অভূতপূর্ব বিদ্রোহ। বাল্মীকি (সাফাই কর্মীদের) সমাজ দলিত আন্দোলনে খুব কম যোগ দেয়। এরা হিন্দু মতে থাকে ও সরকারের পক্ষেই থাকে। বোধহয় এই প্রথম এরা বিক্ষোভে ফেটে পড়ল। যোগি সরকার যেমন নির্মম ও সব রীতি দলন করে ধর্ষিতার শেষকৃত্যও পরিবারকে করতে দিলনা, এটা এদের ধৈর্যের সব সীমা ভেঙে দিল। অন্য সকল দলিত সহ ও অনেকে মিলে (২০০ হবে) ঘন্টা তিনেক মোদি-যোগী সরকারকে তারস্বরে ভর্ৎসনা করল। অনেক তরুণ মেয়ে ছিল। শিমলা ফুটছে। সিপিএম, কংগ্রেস সকলে শক্ত প্রতিবাদ করছে। জেলায় জেলায় এরকম হচ্ছে।
‘জানি না তো, মাটির কলসি ছুঁয়ে ফেলেছি; সে কলসি তো আছড়ে ভেঙে ফেললই …’
কৃষ্ণেন্দু মণ্ডল, ব্যাতাইতলা, শিবপুর, ২৫ এপ্রিল# আমাদের পাড়ায় শওকত-দা, শওকত আলির দীর্ঘদিনের সেলুন। নিজের হাতেই চুল-দাড়ি কাটেন। শান্তশিষ্ট ভদ্র মানুষ। মাঝবয়স পেরিয়েছেন। স্ত্রী নেই, ছেলে-বউ, মেয়ে নিয়ে তাঁর ঘর সংসার। ওঁর বাড়ি মজফফরপুর, বিহার। সত্তরের দশক থেকে বাংলায়। সেদিন চুল কাটতে গিয়ে ভোটের কথা তুলতেই বললেন, ‘আর বলবেন না। আমার ভোটার কার্ডে কী করেছে দেখুন!’ […]
সাম্প্রতিক মন্তব্য