সংবাদমন্থন প্রতিবেদন, ৩০ এপ্রিল# ১) কোচবিহার কৃষি দপ্তর বলছে, জেলায় মোট চাষযোগ্য জমির পরিমাণ ২ লক্ষ ৪৬ হাজার হেক্টর এবং সরকারিভাবে সেচ ব্যবস্থা লাগু আছে ৩০ শতাংশ জমিতে। অর্থাৎ ৬৩ হাজার ৮০০ হেক্টর জমিতে। ২) উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাস্তবত সেচ প্রকল্প জারি আছে ১ হাজার হেক্টরে। কারণ, সেচ প্রকল্প এমনভাবে করা হয়েছে যে […]
সাম্প্রতিক মন্তব্য