ডোঙরিয়াদের নবীন প্রজন্মের জিলু আর বারি মাঝি অবশ্য জোর গলায় বললেন, ‘রক্ত ঝরাবো, তবু আমাদের বন ছাড়বো না। যদি সুপ্রিম কোর্টও সরকারের পক্ষে সায় দেয়, তবুও আমরা জঙ্গল ছেড়ে যাব না।’
পস্কোর দখলে যাওয়ার মুখে বনভূমির অধিকার চাইল প্রতিরোধের ধিনকিয়ায় গ্রামসভা
সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ নভেম্বর# পস্কো প্রতিরোধের গ্রাম ধিনকিয়াতে ৩ অক্টোবর ২০১২ তারিখে গ্রাম স্তরের পল্লি সভা বসে সিদ্ধান্ত নেয়, সংযুক্ত বনভূমি পস্কো প্রকল্পের অঙ্গীভূত করা চলবে না। পরদিন ৪ অক্টোবর লাগোয়া গ্রাম গোবিন্দপুরে আরেকটি পল্লি সভা বসে এবং একই ধরনের সিদ্ধান্ত নেয়। কিন্তু মিটিং শেষ হওয়ার আগে পস্কো প্রকল্পের সমর্থকরা এবং সরকারি দলের সমর্থকরা সভা […]
সাম্প্রতিক মন্তব্য