জিতেন নন্দী, পুরুলিয়া, ৫ অক্টোবর# জাতীয় স্তরে সরকারি সমীক্ষায় দেখা যাচ্ছে, ১৯৯৬ থেকে ২০১১ সালের মধ্যে খিদের সূচক ২২.৯ থেকে বেড়ে ২৩.৭ হয়েছে, অর্থাৎ ভারতে অনাহারের জ্বালা বেড়েছে। এদিকে ৮ কোটি ৫০ লক্ষ মেট্রিক টন খাদ্য সরকারি গুদামে মজুত আছে। এই পরিস্থিতিতে সরকার ফুড সিকিউরিটি বিল আনছে আর বিপিএল–এর সংখ্যা বাড়াতে চাইছে। এমতাবস্থায় আমরা […]
সাম্প্রতিক মন্তব্য