১৫ জুন, অমিতা নন্দী# বীরভূম জেলায় বোলপুরের পরে প্রান্তিক, তার পরের স্টেশন কোপাই। স্টেশন থেকে প্রায় ১৭ কিলোমিটার শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রী স্বপন রুজ তাঁর পড়ে থাকা ১০০ বিঘা জমি দান করতে চেয়েছেন বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পকে, হাসপাতাল তৈরির জন্য। এই মাঠের স্থানীয় নাম সর্বমঙ্গলার ডাঙা। আশপাশের এলাকায় কোনো হাসপাতাল নেই। ফলে গ্রামের মানুষদের […]
সাম্প্রতিক মন্তব্য