শনিবার অবধি আটদিনে কাশ্মীরে ৪৪ জনের মৃত্যু হয়েছে, দু-তিনজন বাদে সবাই নিরাপত্তাবাহিনীর গুলিতে। ১৬০০-র বেশি আহত। ১২০ জনের চোখে ছররা গুলি লেগেছে।
ফের জনবিক্ষোভে উত্তাল কাশ্মীর
গ্রেটার কাশ্মীর খবরের কাগজের বিভিন্ন রিপোর্টের সূত্র ধরে সংবাদমন্থন প্রতিবেদন, ৭ মার্চ। ছবি কাশ্মীর টাইমস থেকে# আজ তিনদিন ধরে কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে স্বতস্ফুর্ত হরতাল ও বিক্ষোভ চলছে। কোনও দল, সরকারি বা বিচ্ছিন্নতাবাদী — কেউই এই বিক্ষোভ ডাকেনি। ২০১০ সালের গ্রীষ্মকালের পর ফের বিক্ষোভে কেঁপে উঠছে কাশ্মীর উপত্যকা। রাস্তায় রাস্তায় শোনা যাচ্ছে ভারত বিরোধী এবং স্বাধীনতার […]
সাম্প্রতিক মন্তব্য