মহিদুল মণ্ডল, ভাতশালা, উত্তর চব্বিশ পরগনা# গ্রাম থেকে কত কী যে হটে যাচ্ছে, উঠে যাচ্ছে, যাচ্ছে হারিয়ে। সেই ছেলেবেলা গ্রামের প্রাইমারি স্কুলের ধারে একটা কামারশালা ছিল, সে বছর পঁচিশ আগের কথা, কবে যে উঠে গেল খেয়ালই করিনি। এখন আমার এই ভাতশালা গ্রামে কামারশালা নেই, আছে পাশের গ্রামে। সেখানে কামারের কাজটা তেমন যুতসই ঠেকে না। সেদিন […]
সাম্প্রতিক মন্তব্য