২৮ মার্চ, অমিতাভ সেন, তেহট্ট, নদীয়া# তিন বছর পরে এসে দেখি রাস্তার ধারে মাটির বাড়ি প্রায় নেই। পাকা রাস্তা — মানে যেখানে পিচ পড়েছে, আর ঢালাই রাস্তা যেখানে পিচ পড়বে সেসব রাস্তার ধারে তো বটেই, অলিগলির মধ্যেও প্রচুর একতলা ইঁটের বাড়ি। নদীর ধারে আগে জেলখানা তৈরি হয়েছে তেহট্টকে মহকুমা শহর ঘোষণার পরে। এবার জেলখানার থেকে […]
সাম্প্রতিক মন্তব্য