মুহাম্মাদ হেলালউদ্দিন, কাশিপুর, পুরুলিয়া, ১৩ অক্টোবর# ভারত সরকারের তফশিলি জনগোষ্ঠী সংরক্ষণের তালিকায় এক নম্বরে অসুর জনগোষ্ঠী। এরা সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতার হকদার। অথচ এই জনগোষ্ঠীকে বিকৃত করে শুধু ঘৃণিত ও নিন্দিত করা হচ্ছে না, তার হত্যালীলা প্রকাশ্যে প্রদর্শিতও হচ্ছে। তারই প্রতিবাদে মূলনিবাসী জনগোষ্ঠী রূপসী বাংলার বিভিন্ন জেলায় অসুর উৎসব পালন করছে। এবার ছিল তৃতীয় বছর। […]
সাম্প্রতিক মন্তব্য