১৯৯৭ – ১৯৯৮ সালে মাতৃসদন আশ্রম প্রতিষ্ঠার পর, কুম্ভ ক্ষেত্রে পাথর ভাঙার খাদান ও অবৈধ খনন বন্ধ করা এবং গঙ্গা নদী দিয়ে যান চলাচল বন্ধ করার দাবীতে গুরুজী শিবানন্দ সরস্বতীর অনুমতি নিয়ে ১৯৯৮ সালের মার্চ মাস থেকে স্বামী গোকুলানন্দ সরস্বতী এবং গঙ্গাপুত্র স্বামী নিগামানন্দ সরস্বতীর প্রথম অনশন শুরু হয়। এরপর এই মাতৃসদন আশ্রম থেকে গত ০৩.০৮.২০২০ এর আগে পর্যন্ত গঙ্গার অবিরলতা ও নির্মলতা নিয়ে, কুম্ভক্ষেত্রে পাথর খাদান ও অবৈধ খনন বন্ধ করা নিয়ে, উত্স মুখ থেকে গঙ্গার হিমালয় অঞ্চলের উপনদীসহ নদী প্রবাহে সমস্ত রকম বাঁধ, জলবিদ্যুত্ প্রকল্প বন্ধ করার দাবীতে, “গঙ্গা আইন” প্রণয়নের দাবীতে ও গঙ্গা ভক্ত পরিষদ গঠিত করে অবিরল-নির্মল গঙ্গার নজরদারি ও ব্যবস্থাপনা গড়ে তুলতে ৬৩ বার অনশন তপস্যা করা হয়েছে। স্বামী শিবানন্দ সরস্বতীজীর অনশন ৬৪ তম অনশন।
সাম্প্রতিক মন্তব্য