বর্ষার স্মৃতি : ‘মঙ্গলকে ওর মা-বাবার কোলে ফিরিয়ে দিয়ে আমি পরম তৃপ্তি পেয়েছিলাম’ October 25, 2015 Samit Biswas Leave a Comment মঙ্গলের বাড়ির লোকজনের সঙ্গে এখনো আমার ফোনে যোগাযোগ আছে। ওরা আমাকে কুটুম পাতিয়েছে। বারবার যেতে বলে ওনাদের বাড়ি। জিআরপি-র ব্যবহারে প্রথমে আমি নিজেকে দুষছিলাম, কেন যে এই বাঁশটা নিতে গেলাম সাধ করে। এখন চরম একটা তৃপ্তি হয়।
সাম্প্রতিক মন্তব্য