ফজর আলি, রামচন্দ্রখালি, ১৩ নভেম্বর# রামচন্দ্রখালি নরেন্দ্র শিক্ষানিকেতনের ক্লাস সিক্সের ছাত্রী গরিব পরিবারের মেয়ে চাম্পা মোল্লার বিয়ে হয়ে গেল গত বৃহস্পতিবার। পাত্র বাসন্তী থানারই আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামের ১২-১৩ বছর বয়সী কিশোর। কয়েকদিন ধরে যখন ছাত্রীটি স্কুলে আসছিল না, তখন তার সিনিয়র, ক্লাস এইটের কিছু ছাত্রছাত্রী শিক্ষকদের জানায়, চাম্পা-র বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। খুব […]
সাম্প্রতিক মন্তব্য