শমিত আচার্য, শান্তিপুর লোকালের নিত্যযাত্রী, ১২ ফেব্রুয়ারি# ট্রেনের নিত্যযাত্রীদের বিলম্বে গন্তব্যে পৌঁছানোর ক্ষোভ আছড়ে পড়ল ট্রেনের ড্রাইভারের ওপর। ৫ই ফেব্রুয়ারি ডাউন শান্তিপুর লোকালের একদল যাত্রী ভীষণ বিরক্ত হয়ে ড্রাইভারের কেবিনে পাথর ছুঁড়তে শুরু করে এবং অকথ্য গালিগালাজ করতে থাকে। ঘটনার সূত্রপাত হয় বেলঘরিয়া ও দমদম স্টেশনের মধ্যবর্তী (আউটার) জায়গায়। প্রায় চল্লিশ মিনিট বিলম্বে চলা ‘শান্তিপুর […]
সাম্প্রতিক মন্তব্য