সুশীল পাল, কলকাতা, ১৩ সেপ্টেম্বর#
রাজ্যের সাম্প্রতিক পুরনির্বাচনে ব্যাপক দুর্নীতি, সন্ত্রাস ও ভোটচুরির অভিযোগে পুনর্নিবাচন এবং ভবিষ্যতে আধা সামরিক বাহিনীর প্রহরায় নির্বাচন সম্পন্ন করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি-র জনস্বার্থ মামলায় যুক্ত হলো দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সংলগ্ন ৬৮ নং ওয়ার্ডও। এই ওয়ার্ডের আজন্ম বাসিন্দা সুপ্রতীক বাগচী গত ২৫ আগস্ট কলকাতা হাইকোর্টে আবেদন পেশ করে কলকাতা সহ রাজ্যের সর্বত্র ১৮ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত পুর-নির্বাচনে গুণ্ডা ও সমাজবিরোধীদের দিয়ে বুথ দখল, ভোটদাতা ও বিরুদ্ধ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ভীতি-প্রদর্শন, দৈহিক নিপীড়ন এবং এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য মূলতঃ রাজ্যের শাসক দলকে দায়ী করেছেন।
পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের স্ববিরোধী ভূমিকার উল্লেখ করে শ্রী বাগচী তাঁর ৬১ পাতার আবেদনে ৬৮ নং ওয়ার্ড সহ কলকাতার নানা ওয়ার্ড এবং রাজ্যের বিভিন্ন পুরসভায় নির্বাচন চলাকালে সন্ত্রাস ও অনিয়মের প্রমাণ হিসেবে নথিপত্র দাখিল করে ‘রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার প্রশ্নে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায়’ পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মূল মামলাটি মে মাসে খ্যাতনামা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের আবেদনে গৃহিত হয়।
Leave a Reply