জিতেন। কলকাতা। ১৭ জানুয়ারি, ২০২১।#
‘মিছিলে যোগ দিন’ শ্লোগান দিলেও সাধারণত পথচলতি কেউ যোগ দেয় না। এক দল মিছিল করে, মিটিং করে, বক্তৃতা দেয়। আর যাদের উদ্দেশ্যে তা হয়ে থাকে, তারা হয় তাতে কান দেয়, নয়তো পাশ কাটায়।
শনিবার ১৬ জানুয়ারি সকাল সাড়ে ছটায় ব্যারাকপুর গান্ধী মিউজিয়াম থেকে কৃষক আন্দোলনের সমর্থনে পদযাত্রা ডানলপ ব্রিজে পৌঁছাল সাড়ে দশটা নাগাদ। সেখানে পদযাত্রীদের পাশে এগিয়ে এলেন কয়েকজন পথচারী। একজন এসে কিছু কথাও বললেন। তারপর পদযাত্রীদের সঙ্গে কয়েকজন হাঁটতে শুরু করলেন। কিছু দূর হেঁটে ফিরে গেলেন। এঁরা সকলেই ছিলেন শিখ সমাজের মানুষ।
পদযাত্রা চলল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।
কৃষক আন্দোলনের ৫৪ তম দিনের আপডেট, ১৯ জানুয়ারি, ২০২১।#
- কেন্দ্র ও কৃষক ইউনিয়নের মধ্যে আজ যে বৈঠক হওয়ার কথা ছিল, তা কেন্দ্রীয় সরকার কৃষক সংগঠনগুলির সাথে পরামর্শ না করেই ২০ শে জানুয়ারি করবে বলে ঠিক করেছে। পরিবর্তনের কোনও কারণ জানানো হয়নি।
- সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি নয়াদিল্লির পুসা ক্যাম্পাসে প্রথম সভা করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা ২১ শে জানুয়ারি কৃষকদের সাথে বৈঠক করতে চান।
- কমিটির সদস্য ঘানওয়াত তার প্রথম বৈঠকের পরে বলেছিলেন যে কৃষক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রথম দফার আলোচনার বিষয়টি বৃহস্পতিবার নির্ধারিত হয়েছে। তবে, বি কেইউর মুখপাত্র রাকেশ টিকাইত আবারও জানালেন যে তিনি কৃষি আইন সম্পর্কিত এসসি প্যানেল সভায় অংশ নেবেন না।
- ঐতিহাসিক কৃষক আন্দোলন এবং ৩ টি কৃষক বিরোধী আইনের সমর্থনে জম্মু ও কাশ্মীরের সাম্বায় একটি ট্র্যাক্টর সমাবেশ হয়েছে।
- ২৬ শে জানুয়ারি, দিল্লিতে ট্রাক্টর সমাবেশ নিয়ে কৃষক ইউনিয়ন নেতাদের এবং দিল্লি পুলিশের মধ্যে একটি বৈঠক হয়েছিল। ২৬ এর আগে কৃষক ইউনিয়ন আবারও পুলিশের সাথে বৈঠক করবে।
Leave a Reply