বাদশা তলাপাত্র। বেঙ্গালুরু। ১২ ডিসেম্বর, ২০২০।#
ব্যাঙ্গালোরে আজ ধর্মঘটের দ্বিতীয় দিন। বাস ধর্মঘট। সরকারি বাস। ব্যাঙ্গালোর কিন্তু কলকাতার মত নয় যে, পরিবহনক্ষেত্রে বেসরকারি বাসই প্রধান। এখানে সরকারি বাসই গণপরিবহনের প্রধান ক্ষেত্র। গত কয়েকমাস ধরে এখানে পরিবহনকর্মীরা মাইনে পাচ্ছেন না। আসলে এম.এল.এ., এম.পি. এসব কিনতে সব খরচা হয়ে গেছে। কেন্দ্র থেকে জি.এস.টি.র টাকাও পাচ্ছেনা রাজ্য সরকারগুলি। তাছাড়া ইয়েদুরাপ্পার খরচও আছে। এমতাবস্থায় সরকারি বাস ড্রাইভার, কনডাক্টর সকলে মিলে নিঃশব্দে সবকিছু থামিয়ে দিয়েছে।
আমার বাড়ির সামনেই একটা বাস ডিপো। যা মনে হচ্ছে কালও ধর্মঘট উঠবে না। আমরা হাজার টাকা মত মান্থলি টিকিট কাটলে সারা মাস সরকারি বাসে যাতায়াত করতে পারি। আর এখানে অটো হচ্ছে কলকাতার ট্যাক্সির মত। আমার বউ স্কুলে পড়ায়। আজ অটোতে তিরিশ টাকা করে ভাড়া চায়। যাওয়া আসা ষাট টাকা। বউ আজ আর স্কুলে যায়নি। বাড়ির পাশে একজন ঘড়ি সারানোর দোকান দেন। ভদ্রলোক মুসলিম। কথাবার্তায় বোঝা গেল পরিবহনকর্মী ছাড়াও অনেকের মতই তিনিও এই ধর্মঘটকে সমর্থন করছেন। অথচ বড় মিডিয়াগুলি এই খবর সামনে আনছে না। আনলেও নিত্যযাত্রীদের ভোগান্তির কথা বলছে।
Leave a Reply