জিতেন নন্দী। কলকাতা।৩০ নভেম্বর, ২০২০।#
রবিবার সকাল ১১টা থেকে সন্ত কুটিয়া গুরদোয়ারা থেকে শুরু হল দিল্লির কৃষক জমায়েতের সমর্থনে মিছিল। ‘কলকাতা শিখ সঙ্গত’ ডাক দিয়েছিল এই মিছিলের। গুরদোয়ারার সামনে পৌঁছে জানতে পারলাম, কলকাতার মুসলমান সমাজের কিছু মানুষও এই জমায়েতে শামিল হচ্ছে। মিছিল শুরু হতে হতে বারোটা হয়ে গেল। গুরদোয়ারার একজন সন্ত গুরমুখী ভাষায় কিছু বললেন। তাঁর বক্তব্য শেষ হল একটা আওয়াজের মধ্য দিয়ে : ‘যো বোলে সো নিহাল, সৎ শ্রী অকাল’। প্রায় তিন ঘণ্টা ব্যাপী এই প্রতিবাদ মিছিলের মাঝে বারবার উঠেছে এই আওয়াজ। দশম শিখ গুরু গোবিন্দ সিং-এর সময় থেকে শিখেরা এই জয়ধ্বনি দিয়ে কোনো লড়াই শুরু করে এসেছে।
প্রথমে কতকগুলো শ্লোগান উঠছিল, যেমন, ‘জয় জওয়ান, জয় কিষান’, ‘যো হমে টকরায়েগা, চুর চুর হো যায়েগা’। পাশ থেকে একজন শুধরে দিলেন : ‘যো অন্নদাতা সে টকরায়েগা, চুর চুর হো যায়েগা’। মিছিলে বহু পাঞ্জাবি এবং মুসলমান মহিলা পা মিলিয়েছিলেন। বয়স্ক মহিলারা শ্লোগানও দিচ্ছিলেন, ‘কিষান হামারা অন্নদাতা হ্যায়’। টুকরো টুকরো শ্লোগানের মধ্য দিয়ে এই প্রতিবাদের বয়ানটা সম্পূর্ণ হয়ে উঠছিল। কেউ কেউ বুকের সামনে পোস্টার ধরেছিলেন। একজনের পোস্টারে পাঞ্জাবি ভাষায় কিছু লেখা ছিল জিজ্ঞাসা করে জানলাম ওতে লেখা রয়েছে, ‘ম্যায় বিরোধ করতা হঁ, খেতি সুধার কালা কানুন কো। কিষান বাঁচাও, পাঞ্জাব বাঁচাও’।
কিছু ছাত্রও এসেছিল এই মিছিলে। ‘ফ্রাইডেজ ফর ফিউচার’-এর কয়েকজন যুবক-যুবতী বুকের সামনে একটা পোস্টার ধরেছিল, তাতে লেখা ছিল, ‘GREENS WITH FARMERS’। আরও বলা ছিল, ‘পরিবেশ আন্দোলন এবং কৃষক আন্দোলন এক’।
পরের দিকে একজন বয়স্ক পাঞ্জাবি মহিলার একটা শ্লোগান অনেকেরই যেন একটু পছন্দ হল — ‘হম ভী দিল্লি যায়েঙ্গে, মোদি কো ভাগায়েঙ্গে’। সত্যি দিল্লিতে এই ঠান্ডার মধ্যে রাত কাটাচ্ছে যে চাষিরা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো জরুরি। নাহলে সরকারের ঔদ্ধত্য কি দমবে? জনবিরোধী কৃষি বিল কি তারা ফিরিয়ে নেবে? মিছিলের এই মহিলা যেন কলকাতা তথা বাংলার সামনে এই আহ্বান তুলে ধরলেন।
দীর্ঘ পথ পেরিয়ে সেন্ট্রাল এভিনিউতে প্রায় মহাত্মা গান্ধী রোডের কিছুটা আগেই বিজেপি অফিস। তার কিছুটা আগেই মিছিলের পথরোধ করল পুলিশের ব্যারিকেড। এখানে মোদির কুশপুতুল দাহ করে মিছিল শেষ হল।
ওদিকে আজ আন্দোলনের পঞ্চম দিনে দিল্লির বুরারি ময়দানে অবস্থানরত আন্দোলনকারীরা সরকারের সাথে কোনোরকম শর্তসাপেক্ষ আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছেন। দিল্লিকে পাঁচ দিক দিয়ে ঘিরে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন জমায়েতে হাজির প্রায় চার লক্ষ কৃষক।
Leave a Reply