• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

বিনা বিচারে আটক প্যালেস্তাইনি সাংবাদিক টানা ৬৩ দিন ভুখ হরতালে

January 29, 2016 Editor JN Leave a Comment

দ্য স্টেটসম্যান ২৬ জানুয়ারি, হারেৎস ২৬ জানুয়ারি এবং আল জাজিরা ১২ জানুয়ারির পত্রিকা থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে লিখেছেন জিতেন নন্দী#

Hunger Strike of Mohammad Al-Qiq

বিনা বিচারে বন্দি করে রাখার প্রতিবাদে প্যালেস্তাইনি সাংবাদিক মহম্মদ আল-কিক্‌ একটানা ৬৩ দিন ইজরায়েলের কারাগারে ভুখ হরতাল চালিয়ে যাচ্ছেন। আজ তাঁর আত্মীয়রা আন্তর্জাতিক সমাজের কাছে আবেদন করেছেন যাতে ইজরায়েল কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়। আল-কিক্‌ একজন টেলিভিশন রিপোর্টার। অনশনরত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলার জন্য তাঁকে আফুলা-র হামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর স্ত্রী ফাইহা শালাশ বলেন, আল-কিকের আইনজীবী জানিয়েছেন যে ওঁর শরীর গুরুতরভাবে ভেঙে পড়ছে এবং জীবন সত্যিই বিপন্ন। ‘হারেৎস’ পত্রিকার কাছে প্যালেস্তিনিয়ান প্রিজনার্স সোসাইটির আইনি পরামর্শদাতা জাওয়াদ বওলাস বলেন, ‘দুর্বলতার কারণে আল-কিক্‌ কথা বলতে পারছেন না এবং নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন … সন্দেহ আছে এই বন্দি আর বেশিদিন বাঁচবেন কিনা।’ এতদিন ধরে আল-কিক্‌ ভুখ হরতালে রয়েছেন, অথচ সামরিক আদালত কিংবা অন্য কোনো ইজরায়েলি ডিফেন্স এজেন্সি ওঁর সঙ্গে আলোচনা করতে এখনও পর্যন্ত রাজি হয়নি।
গত সপ্তাহে, শারীরিক অবস্থার অবনতি হওয়াতে আল-কিক্‌কে তাঁর আপত্তি সত্ত্বেও ইন্ট্রাভেনাস লিকুইড দেওয়া হয়। ওঁর আইনজীবী বলেন, এটা জোর করে খাওয়ানো নয়, এই ইন্ট্রাভেনাস লিকুইড ওঁকে বাঁচানোর জন্য দরকার ছিল।
৩৩ বছর বয়স্ক আল-কিক্‌ ইজরায়েলের দখলে থাকা ওয়েস্ট ব্যাঙ্কের দুরা গ্রামের বাসিন্দা। তিনি তাঁর প্রশাসনিক গ্রেপ্তারির বিরুদ্ধে ২৪ নভেম্বর ২০১৫ থেকে ভুখ হরতাল শুরু করেছেন। ইজরায়েল কর্তৃপক্ষ এই ধরনের ‘প্রশাসনিক গ্রেপ্তারি’র নামে প্যালেস্তাইনিদের ‘গোপন সাক্ষ্য’-এর ভিত্তিতে বন্দি করে এবং বিনা বিচারে অথবা কোনো অভিযোগ ছাড়াই দীর্ঘকাল আটক করে রাখে।
এইভাবেই বন্দি আবদুল্লাহ্‌ আবু জাবের নামে এক প্যালেস্তাইনি-জর্ডনিয়ান ২০০০ সাল থেকে ২০ বছরের জেল খাটছেন। তিনি ৩১ ডিসেম্বর থেকে ভুখ হরতাল শুরু করেছেন এবং দাবি করছেন যে তাঁকে বাকি পাঁচ বছরের সাজা হিসেবে জর্ডনের কোনো কারাগারে পাঠাতে হবে। ওয়েস্ট ব্যাঙ্কের তুলকারেম অঞ্চলের বাসিন্দা কিফাহ্‌ হাত্তাব যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। একটি সশস্ত্র সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে ২০০৩ সালে ওঁকে আটক করা হয়। যেহেতু তিনি প্যালেস্তানীয় সিকিউরিটি সার্ভিসের কর্মী ছিলেন, তাই তাঁকে যুদ্ধ-বন্দি হিসেবে মর্যাদা দিতে হবে, এই দাবিতে তিনি ২৫ নভেম্বর থেকে অনশন চালিয়ে যাচ্ছেন। হাত্তাবকেও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রামাল্লাহ্‌-তে অবস্থিত বন্দিদের একটি অধিকার গোষ্ঠী জানিয়েছে, ইজরায়েলে প্রায় ৬৮০০ জন প্যালেস্তাইনি বন্দি রয়েছে। এদের মধ্যে ৬৬০ জন ‘প্রশাসনিক বন্দি’ অর্থাৎ বিনা বিচারে কারাদণ্ড ভোগ করছে আর ৪৭০ জন শিশুও রয়েছে। এই বন্দি দশার বিরুদ্ধে অনশন করা প্যালেস্তাইনি বন্দিদের এক সাধারণ উপায়।
আল-কিক্‌ ছাড়াও এর আগে নিদাল আবু আকের নামে ৪৭ বছর বয়স্ক এক রেডিও হোস্ট ১৮ মাস ‘প্রশাসনিক বন্দি’ থাকাকালীন এক সপ্তাহ অনশন করেন। তাঁকে গত ডিসেম্বর মাসে ছেড়ে দেওয়া হয়েছে।

খবরে দুনিয়া অনশন, ইজরায়েল, প্যালেস্তাইন, সাংবাদিক

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in