যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র-ছাত্রী নিগ্রহের ঘটনা কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্র-ছাত্রী সুরক্ষার বিষয়ে আমাদের এক বড়ো প্রশ্নের সম্মুখীন করে দিয়েছে। ঠিক যেমন ভাবে একই প্রশ্নের মুখোমুখি আমাদের দাঁড় করিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঘটনাটি। সেই প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংগঠন ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন (আইসি) নিম্নলিখিত দাবিগুলি জানাচ্ছে। ব্যক্তিগত দাবি এবং মত প্রকাশ করে থাকলেও আইসি-র তরফ থেকে ঘটনা পর্যবেক্ষণের পর বয়ান প্রকাশে দেরির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
এ প্রসঙ্গে আইসি :
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের ব্যক্তিগত ব্যাপারে কিছু ছাত্রের হস্তক্ষেপকে ধিক্কার জানাচ্ছে।
কর্তৃপক্ষের মেয়েটিকে ঘটনাটি ধামা চাপা দিতে পরামর্শ দেওয়ার তীব্র বিরোধিতা করছে।
ছেলে এবং মেয়েটির যাবতীয় নিগ্রহের ধিক্কার জানায় এবং দোষীদের শাস্তির দাবি জানায়।
তদন্ত কমিটির পক্ষে মেয়েটির বাড়ি গিয়ে তাকে অশালীন প্রশ্ন করার তীব্র বিরোধিতা করছে।
নিরপেক্ষ তদন্ত চেয়ে ছাত্রছাত্রীদের অবস্থানের সময় কর্তৃপক্ষ ও শাসকদলের আনা ভুয়ো অভিযোগকে তীব্র ধিক্কার জানায়।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।
কিছুদিন আগেই বিশ্বভারতী ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার সাপেক্ষে আমরা সব ধরনের লিঙ্গ বৈষম্য ও জাতি বৈষম্যের বিরোধিতা করছি। এ প্রসঙ্গে আইসি বিশ্বভারতী কর্তৃপক্ষের ভূমিকাকে তীব্র ধিক্কার জানাচ্ছে এবং সেখানকার ছাত্রছাত্রী আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে।
বিশ্বভারতী, যাদবপুর সহ বিভিন্ন ক্যাম্পাসের বর্তমান ঘটনাগুলির সাপেক্ষে আরও একবার সমস্ত ক্যাম্পাসে GSCASH (কমিটি এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট-এর জেনারেল সেক্রেটারি) নির্বাচন এবং লিঙ্গ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গড়ে তোলার আহ্বান রাখছে আইসি এবং এই প্রসঙ্গে গড়ে ওঠা যাবতীয় উদ্যোগকে পূর্ণ সমর্থন জানাচ্ছে আইসি।
এ প্রসঙ্গে কাল প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রীদের ডাকা জমায়েতকে পূর্ণ সমর্থন জানায় আইসি এবং সবাইকে এই জমায়েতে উপস্থিত থাকতে আহ্বান জানায়।
Leave a Reply