মিঠুন মন্ডল। মৈপিঠ কোস্টাল, সুন্দরবন। ১৪ সেপ্টেম্বর, ২০২০।#
সুন্দরবনের মানুষেরা নদী ও জঙ্গলের উপরে নির্ভরশীল। তাই নৌকা তাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত রুজি ও রুটির প্রশ্নে। আর তা যখন খারাপ হয় চিন্তা তো বাড়বেই –
নৌকা তৈরি করতে শিরীষ গাছের কাঠ বা শাল গাছের কাঠ ভাল হয়। তবে শালকাঠে ভাল হয় এবং তা মজবুত ও টেকসই হয়। যা নৌকার পক্ষে দরকারি। এই কাঠের পাতলা তক্তা জুড়ে জুড়ে নৌকা বানানো হয় এবং সেগুলি জোড়া লাগানোর জন্য এক প্রকার আঠা তৈরি করা হয় চুন, ধূনা, ঘেসমাটি, চিনি আর আলকাতরার সংমিশ্রণে। যা জোড়া ও ফাটা জায়গা সারাতে অসাধারণ ও অনবদ্য উপকরণ।
Leave a Reply