অমিত মাহাত, ঝাড়গ্রাম, ২৯ জানুয়ারি#
পূর্বাঞ্চল আদিবাসি কুর্মি সমাজের ডাকে জংগল মহলের পিছিয়ে পড়া তিন জেলা বাঁকুড়া,পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন দাবি দাওয়ার দাবিতে অনশন ও ডেপুটেশন কর্মসুচি নিল।
দাবিগুলি হল
১| কুড়মি জাতিকে পুনরায় এস টি তালিকাভুক্ত
২| কুড়মালি ভাষা কে অষ্টম তপশিল অন্তর্ভুক্ত।
৩| প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পঠন ও পাঠন
৪| কুড়মালি সংস্কৃতিকে বেতার ও দুরদর্শনে সম্প্রচার
৫| ঝুমুর ও ছো একাডেমী গঠন
৬| শাল পাতা কেন্দ্রিক ক্ষুদ্র কুটির শিল্প এবং বিপননের ব্যবস্থা
৭| গ্রামের লায়া ও দেহুরি দের সরকারি ভাতা
৮| জঙ্গল মহলের লোক শিল্পী দের পরিচয়পত্র, ভাতা,বিমার আওতায় নিয়ে আসা
৯| ইতিহাস পাঠ্যপুস্তকে কুড়মি শহীদ রঘুনাথ মাহাত,চুনারাম, গোবিন্দ মাহাত কারিয়া মাহাত প্রভৃতি কুড়মি বিপ্লবির আত্মত্যাগ ও ইতিহাস পাঠ্য পুস্তকে জায়গা দেওয়া
এ ছাড়াও কুড়মি অধ্যুষিত ব্লক গুলিতে কুড়মি ছাত্র ছাত্রীদের হস্টেল চালু সহ বাঁদনা, মকর করম জিতিয়া পরবে সরকারি ছূটি ইত্যাদি দাবি দাওয়ার ভিত্তিতে আজকের অর্থাৎ ২৯ জানুয়ারি ডেপুটেশন কর্মসুচী নেয় পুর্বাঞ্চল আদিবাসি কুড়মি সমাজ এই সামাজিক সংগঠন টি।
asit baran mahata says
Joy goram -sadhan bhai
রাজেশ মাহাতে says
জয় গরাম