সূর্য বা শিব কে এইভাবে জলে ডুবিয়ে রাখলে খেত-ও এইভাবে জলে ডুবে থাকবে অর্থাৎ ভালো বৃষ্টি হবে এবং ভালো ফসল ফলবে। খরার হাত থেকে রক্ষার জন্য সূর্যের কাছে কামনা তো শুধু হিন্দুদের একছত্র হতে পারে না। মহারাষ্ট্রে, তেলেঙ্গানায় সূর্য যখন আগুন ঢালছে সে আগুনে কি শুধু একটি ধর্মের মানুষ বেছে বেছে মারা যাচ্ছে? তাই সূর্যের যেমন জাত ধর্ম নেই, গাজনেরও নেই।
সাম্প্রতিক মন্তব্য