সংবাদমন্থন প্রতিবেদন। ২৫ অগাস্ট,২০২০।#
নিজ বাসভবনে রবিবার ময়ূর খাওয়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন দেশের খোদ প্রধানমন্ত্রী!
মহামহিম প্রধানমন্ত্রী নিশ্চয়ই জানেন ময়ূর ভারতবর্ষের জাতীয় পাখি হওয়ায় সংবিধানের তফশিল ১, ২এ বিভাগের অন্তর্গত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী ময়ূর কারো অধিকারভোগে এলে বা গৃহশোভা বাড়াতে পোষ্য করলে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা যায় এবং সাত বছরের জেল কিম্বা ৬০,০০০ টাকা জরিমানা কিম্বা দুটোই হতে পারে।
খোদা হাফেজ।
Leave a Reply