• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

আয়ুষমান ভারতে’র মত লোক দেখানো স্বাস্থ্য প্রকল্প নয়, চাই স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো গ্রাম থেকে

September 15, 2020 admin Leave a Comment

১৯ তম বার্ষিক সাধারণ সভায় সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল

 

নিমগ্ন বিশ্বাস। শান্তিপুর। ১৩ সেপ্টেম্বর, ২০২০।#

পড়ন্ত বিকেল। বার্ষিক সাধারণ সভার পর অতিথিদের বিদায় জানাতে এগিয়ে এসেছে শ্রমজীবী হাসপাতাল পরিবারের অনেকেই। সেই সময় হাসপাতালের এক কর্মী এসে খবর দিল একটা বাচ্চাকে বোধ হয় সাপে কামড়েছে, অমনি ছুটলেন অভিজ্ঞ এক প্রতিনিধি। কিছু আগেই ১৯ তম বার্ষিক সাধারণ সভায় সেই প্রতিনিধিই বলছিলেন, জেলিয়াখালি অঞ্চলে কয়েকদিন আগে এক পরিবারের ৪ জনকে বিষধর সাপে কামড়েছিল। ৩ জনকে বাঁচানো গেলেও সময় মতো চিকিৎসা না পাওয়ায় একজনকে বাঁচানো যায়নি। আর এজন্যই প্রয়োজন দ্বীপের গ্রামগুলিতে নিজেদের উদ্যোগে মেডিকেল ইউনিট গড়ে তোলা। এই ইউনিটগুলি গড়ে উঠবে সাধারণ মানুষদের উৎসাহে। তাদের নির্বাচিত আগ্রহী তরুণ তরুণীদের আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। প্রশিক্ষণের পর এরা ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নেবে। প্রয়োজনে প্রশিক্ষক ডাক্তারবাবুদের কাছ থেকে ফোনে পরামর্শ নিতে পারবে। আমাদের বিশ্বাস এই ব্যবস্থায় ৮০ শতাংশ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। তাছাড়া এই ছেলেমেয়েরা পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পড়াশুনা ও এলাকার আয় বাড়ানোর কাজেও অংশ নেবে। আর ঐ সব এলাকার মানুষজন ঐ ছেলেমেয়েদের/তরুণ-তরুণীদের আর্থিক দায়িত্ব বহন করবে। এভাবেই তৈরি হবে মানুষের জন্য, মানুষের সাহায্যে, মানুষের দ্বারা গড়ে ওঠা স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা। সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল এভাবেই বিগত দু’দশক ধরে কাজ করে চলেছে, যাদের অঙ্গীকার আমাদের স্বাস্থ্য আমরাই গড়ব।

 

বার্ষিক সম্মেলনে গুরুত্বপূর্ণ দুটো সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। একটি শোক প্রস্তাব বিশ্বজোড়া অসংখ্য প্রাণবলির বিরুদ্ধে বিনম্র প্রতিবাদ হিসেবে। আর দ্বিতীয়টি জাতীয় সুঠাম স্বাস্থ্য নীতি ও ওষুধ নীতির দাবিতে – তৃতীয় পক্ষ নির্ভর ‘আয়ুষমান ভারতে’র মত লোক দেখানো কোন স্বাস্থ্য প্রকল্প নয়, চাই স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো গ্রাম থেকে, জেলা থেকে শহর জুড়ে সর্বত্র প্রয়োজন মত যে করেই হোক জিডিপির বরাদ্দ বাড়িয়ে। ছবি-পর্ণব
ছবি- প্রতিবেদক

সংগঠনের সম্পাদক নবিরুল নাইয়া বলছিলেন, অন্যান্য খাতের তুলনায় সরকার জি.ডি.পি. এর একটা ছোট অংশই স্বাস্থ্য খাতে ব্যয় করছে। তাই একদিকে যেমন এই ব্যয় বাড়ানোর দাবী রাখতে হবে এবং তা আদায় করার চেষ্টা করতে হবে, অন্যদিকে নিজেদের প্রচেষ্টায় রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি গড়ে তুলতে হবে সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা। তিনি বলছিলেন, বার্ষিক সাধারণ সভায় প্রায় ৩০০ জন মানুষ উপস্থিত হয়েছেন। আশেপাশের অনেক গ্রাম থেকে যেমন মানুষ এসেছেন, তেমনি এসেছেন ব্যারাকপুর, কলকাতা অথবা শান্তিপুর থেকেও। খসড়া প্রতিবেদনের ওপর বক্তব্য রেখেছেন ৩৬ জন। এইসব মানুষের অনেকেই যখন তাদের সমস্যার কথা অথবা এই প্রতিষ্ঠানের ওপর ভরসার কথা বলছিলেন, তাতে মিশেছিল মাটির গন্ধ। কোভিডের আবহে মানুষ যখন আরো বেশি একা, সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল তখন যূথবদ্ধতায় বিশ্বাসী। আর এই বিশ্বাসেই সকলের কাছে নবিরুলদের আবেদন, আসুন সকলে দায়িত্ব নিয়ে এই কর্মকান্ডে ঝাঁপিয়ে পড়ি। অন্যদেরও সামিল করার দায়িত্ব নিই। সম্মিলিতভাবে বৈষম্যহীন, বিজ্ঞানমনস্ক এক সমাজ গড়ার কাজে হাত লাগাই। সফল আমরা হবোই।

শিক্ষা ও স্বাস্থ্য জনস্বাস্থ্য, সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল, স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য প্রকল্প

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in