অঞ্জন কুমার পাল, বদরতলা, মেটিয়াব্রুজ, ২৬ আগস্ট#
আজ গার্ডেনরীচ মুদিয়ালি হাই স্কুলের তিনতলার ঘরে সন্ধ্যা ৬টায় লোকসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস এবং গণকবিয়াল গুরুদাস পালের জন্মশতবর্ষ উপলক্ষে একটি সভা হয়। এই সভায় প্রথমে উদবোধন সংগীত পরিবেশন করেন ‘প্রয়াস’-এর শিল্পীরা। হেমাঙ্গ বিশ্বাসের ছাত্র শিল্পী অসিত রায় হেমাঙ্গ বিশ্বাস সম্পর্কে স্মৃতিচারণা করেন। বক্তব্যের শেষে তিনি হেমাঙ্গ বিশ্বাসের গাওয়া তিনটি সংগীত পরিবেশন করেন। এরপর আয়োজক ‘গার্ডেনরীচ প্রয়াস’-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আলপনা দত্ত। তারপর মেটিয়াব্রুজ বদরতলার লোককবি গুরুদাস পালের ভ্রাতুষ্পুত্র অঞ্জন কুমার পালকে স্মৃতিচারণ করার জন্য আহ্বান করা হয়। তিনি তাঁর বক্তব্যের শেষে গুরুদাস পাল রচিত যাত্রাপালা ‘পথের আলো’ সম্পর্কে কিছু বলেন এবং ওই যাত্রাপালার গান ‘ভাঙ রে ভাঙ ওই বন্ধ দ্বার’ পরিবেশন করেন। এরপর তিনি ১৯৬২ সালের তৃতীয় লোকসভা ও বিধানসভা নির্বাচন উপলক্ষে রচিত একটি ব্যাঙ্গাত্মক গান ‘বাবারে কোনদিকে বা যাই’ পরিবেশন করেন। শেষে ‘প্রয়াস’-এর শিল্পীরা আরও তিনটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল গুরুদাস পালের বিখ্যাত গান, ‘থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা’। আয়োজকদের পক্ষ থেকে নিমাই চৌধুরি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply