৬আগস্ট, জিতেননন্দী, মেটিয়াবুরুজ#
আজ হিরোশিমা দিবসে সকাল সাড়ে এগারোটার সময় বড়তলা মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এক আলোচনায় অংশগ্রহণ করে। হিরোশিমা থেকে ভারতের কুডানকুলামে কীভাবে পরমাণু বোমা ও বিদ্যুতের মাধ্যমে তেজস্ক্রিয়তায় পৃথিবীকে দূষিত করে তোলা হচ্ছে, তা নিয়ে বলেন ইন্দ্রনীল সাহা। তিনি স্লাইড সহযোগে খুব সহজভাবে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে হিরোশিমা ও নাগাসাকিতে আমেরিকার বোমাবর্ষণ, তারপর পরমাণু বিদ্যুৎ উৎপাদনের নাম করে দেশে দেশে বোমার মতো বিপদকে ঘনিয়ে তোলা এবং সর্বোপরি একের পর এক দেশ এই সর্বনাশা পথ থেকে সরে দাঁড়ানোর কথা তিনি গল্পের মতো করে বলেন।
তিনি এটাও মনে করিয়ে দেন, ভারত সরকার কিন্তু ফুকুশিমার বিপর্যয়ের পরেও শিক্ষা নেয়নি। কুডানকুলামে পরমাণু চুল্লি চালু করা হয়েছে। আশার কথা, সরকারের এই নির্লজ্জ সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিরোধে শামিল হয়েছে স্থানীয় মানুষ। সভার মাঝে হিরোশিমা ও নাগাসাকির ঘটনায় নিহত ও বিপর্যস্ত মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply