গত ১০ মে কলকাতার রোটারী সদনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একটি ওয়েবসাইটের (www.towardsfreedom.in) উদ্বোধন হল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ভগৎ সিং-এর ভাগনে জগমোহন সিং, শহিদ বটুকেশ্বর দত্তের কন্যা ভারতী বাগচি, প্রথম মহিলা শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাইজি গোপা ওয়াদ্দেদার, বিশিষ্ট নেতাজী গবেষিকা পূরবী রায়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লণ্ঠনকারীদের মধ্যে অন্যতম প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বিনোদ বিহারী চৌধুরী। অনুষ্ঠানের শেষে তাঁরা সকলেই এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন। অনুষ্ঠানে ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানটি পরিবেশিত হয়। উপস্থিত সকলেই বর্তমান পরিপ্রেক্ষিতে শহিদদের আত্মত্যাগের প্রাসঙ্গিকতা ব্যক্ত করেন এবং নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতা সংগ্রামে আত্মবলীদানকারী সমস্ত শহিদদের আত্মত্যাগের কথা আরও বেশি করে পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্ব দেন।
— শ্রোতা বঙ্কিম এবং শমিত
Leave a Reply