সংবাদমন্থন প্রতিবেদন, ৩১ মার্চ, বেলা বারোটা#
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে প্রাইমারি শিক্ষকের পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা আটকে পড়েছে। যত পরীক্ষার্থী, তার তুলনায় যানবাহন ভীষণভাবে কম। প্রাইভেট সমস্ত যানবাহন আগেই বুক হয়ে গেছে। রেল ব্যবস্থায় সমস্ত পরীক্ষার্থীর স্থান সংকুলান হচ্ছে না। বসিরহাট, বারাসত থেকে শুরু করে নৈহাটি —- সব জায়গায় পরীক্ষার্থীরা আবেদন জানাচ্ছে, যেন পরীক্ষার সময় কয়েক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, তাহলে সব পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে। নচেত নয়। সরকারের আন্দাজ, প্রায় ৪৫ লক্ষ পরীক্ষার্থী এবারে প্রাইমারি শিক্ষকের পরীক্ষায় বসছে।
Leave a Reply