সংবাদমন্থন প্রতিবেদন, ২৮ ডিসেম্বর#
নতুন ধান উঠতে না উঠতেই ধানের দাম কমে গেছে। ধারবাকি করে ধান চাষ করেন যে ছোটো বা প্রান্তিক চাষি, তারা ওঠার সাথে সাথেই ধান বিক্রি করতে বাধ্য হয়। কিন্তু তারা ধানের দাম পাচ্ছে না। মুর্শিদাবাদের খড়গ্রামের আড়ত মালিক সূত্রে জানা গেছে, ধানের দাম কমা শুরু হয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে। ধানের দাম ১১০০ টাকা কুইন্টাল থেকে ১০৮০ টাকা কুইন্টালের মধ্যে ঘোরাঘুরি করছে। সরকারি তরফে ধান কেনার কথা ঘোষণা করা হলেও এখনও ধান কেনার কোনো খবর পাওয়া যায়নি। মুর্শিদাবাদ থেকে এই খবর জানিয়েছেন সালমান হেলাল।
পশ্চিম মেদিনীপুরে ধানের দাম কুইন্টাল প্রতি ১০৬০ থেকে ১১২০ টাকার মধ্যে ঘোরাঘুরি করছে। স্বর্ণ ধানের দামটা একটু বেশির দিকে। এই খবর জানিয়েছেন অমিত মাহাতো।
উল্লেখ্য, ২০১৪-১৫ সালে কেন্দ্রীয় সরকার থেকে ধানের ন্যুনতম সহায়ক মূল্য ঘোষণা করেছিল ১৩৬০ টাকা প্রতি কুইন্টাল।
Leave a Reply