আমরা ভাড়া থাকতাম সিমেন্সের কাছে। যখন প্রথম কলকাতায় আসি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, সাত আট বছর আগে। তখন ভাড়া ছিল সাতশো টাকা। দু-বছর আগে যখন চলে আসি তখন ভাড়া নয়শো। আমরা এত ভাড়া দেব কী করে? লোকের বাড়ি কাজ করে খাই। বর অসুস্থ, কাজে যেতে পারে না। জিনিসপত্রের যা দাম!
গত দু-তিন বছরে ঘরভাড়া বেড়েছে অনেক বেশি। সব টালির ঘর ভেঙে দালান করে দিচ্ছে, আর ভাড়া বাড়িয়ে করছে দু-হাজার আড়াই হাজার টাকা। কীভাবে ভাড়া থাকব?
মজদুর কলোনি আর শ্রমিক কলোনির যৌথ রান্নাঘরে বসে ভাত আর তরকারি খেতে খেতে কথা হচ্ছিল আরতি সর্দারদের সঙ্গে। তাদের বয়ান নিচে লিখেছেন শমীক সরকার, নোনাডাঙা, ১৩ এপ্রিল
Leave a Reply