১ জুলাই সংখ্যায় অমিতা নন্দীর রিপোর্টে জাকাত প্রসঙ্গ ছিল। এর পাঠ-প্রতিক্রিয়ায় মুহাম্মদ হেলালউদ্দিন বলেছেন,
জাকাত এক দান বিশেষ। এই দান সম্পদশালীদের দিতে হয়। সম্পদশালী তাদের বলা হয়, যাদের কাছে বছরের শেষে গচ্ছিত আছে সাড়ে বাহান্ন তোলা চাঁদি বা রূপো, সাড়ে সাত তোলা সোনা বা ওই পরিমাণ অর্থ। তাদের শতকরা আড়াই টাকা হিসেবে জাকাত দেওয়া ফরজ বা অবশ্যকরণীয়। জাকাত না দিলে কঠিন পাপ হয়। জাকাত কোনো অবস্থাতেই মাফ হয় না। জাকাত রোজার মাসে দিলেই ভালো হয়। কুরআনে জাকাত পাওয়ার হকদার আট শ্রেণীর মানুষ। যথা, ১) গরিব ২) মিসকিন বা যারা নিজেদের পেটের অন্ন জোগাড় করতে পারে না ৩) জাকাত বিভাগের কর্মচারী ৪) নও মুসলিম ৫) গোলাম ও কয়েদিদের মুক্তি ৬) ঋণগ্রস্ত ব্যক্তির ঋণশোধ ৭) আল্লাহ পথে ৮) পথিক প্রবাসী।
Leave a Reply