অমিতা নন্দী, শান্তিপুর, ১৫ আগস্ট। স্কেচ সুমিত দাস#
শ্যামলী খাস্তগীরের মৃত্যুদিন ১৫ আগস্ট শান্তিপুরে তৃতীয় ধ্রুবপদ উৎসবে তাঁকে বিশেষভাবে স্মরণ করা হল। শান্তিনিকেতন থেকে আগত মনীষা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানা গেল, শান্তিনিকেতনেও কলাভবনের ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে আজ তাঁকে স্মরণ করেছে। শান্তিপুরের সভায় তাঁকে স্মরণ করে বক্তব্য রাখেন মন্থন পত্রিকার সম্পাদক জিতেন নন্দী, শান্তিনিকেতনে তাঁর শেষ জীবনের সঙ্গী মনীষা বন্দ্যোপাধ্যায়, বিশ্বভারতীর সদ্য পাশ করা ছাত্র বসিরুদ্দিন এবং শ্যামলী খাস্তগীরের সমাধিস্থল তিলুটিয়া গ্রাম থেকে আগত বিশ্বজিৎ।
মনীষা বন্দ্যোপাধ্যায় বলেন, শ্যামলীমাসির চলে যাওয়া গত এক বছরে শান্তিনিকেতনে এক শূন্যতা সৃষ্টি করেছে। সভার পরিচালকদের পক্ষ থেকে পার্থসারথি চক্রবর্তী কবি জীবনানন্দের কবিতার সূত্র ধরে বলেন, শ্যামলীদির জীবনযাপনের মধ্য থেকে একটা দিকচিহ্ন আমরা পাই।
সভার দ্বিতীয় পর্বে সার্ধ জন্মশতবর্ষে দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে বলেন ধ্রুবপদ পত্রিকার সম্পাদক সুধীর চক্রবর্তী।
Leave a Reply