১২ জানুয়ারি, ম্যাক্সিন ফুকসন ও নেড রোশ, পোর্টল্যান্ড, আমেরিকা#
গত বছর নভেম্বর মাসে আমরা আমেরিকা থেকে চিকিৎসার কাজে ন-দিন গাজায় গিয়ে ছিলাম। তার আগে গ্রীষ্মে জুলাই আর আগস্ট মাস জুড়ে ৫১ দিন মারাত্মক বিধ্বস্ত হয়েছিল গাজা। এখন ছ-মাস পরে আমরা সেখান থেকে চূড়ান্ত খারাপ অবস্থার খবর পাচ্ছি। এমনিতেই ইজরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ, জ্বালানি তেল, জলের অসুবিধা ছিল; নিকাশি ব্যবস্থা, জঞ্জাল সাফাই সমেত পরিষেবা ভেঙে পড়েছিল। সেই অবস্থাকে চরমে নিয়ে গেছে সাম্প্রতিক ঝড়। এই শীতে হাজার হাজার মানুষ ঘরছাড়া, ঠান্ডায় মারা গেছে কমপক্ষে তিনজন বাচ্চা আর একজন বয়স্ক মানুষ। বিপজ্জনকভাবে নিজেদের গরম করার চেষ্টা করতে গিয়ে আগুন লেগে মারা গেছে আরও কিছু মানুষ।
Leave a Reply