শাহবাগ সংহতি পশ্চিমবঙ্গ#
‘পশ্চিম বঙ্গ-এর কাছ থেকে আমাদের আশা ছিল আনেক বেশী’
উক্তিটি করেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনর অফিসে বাংলাদেশের উপরাষ্ট্রদূত অবিদা পারভিনের স্পেশাল অ্যাটাশে। পূর্বনির্ধারিত অ্যাপয়ন্টমেন্ট অনুযায়ী শাহবাগ সংহতি, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। তখন সময় বিকেল ৫.৩০। ট্যাক্সি নেমে ডেপুটি হাই কমিশনর অফিসের সামনে নামতেই কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা তাঁদের ঘিরে ধরে। প্রত্যেকের নাম ধাম জানতে চাওয়া হয়। তাঁদের জানানো হয় ইতিপূর্বে অ্যাপয়ন্টমেন্ট নেওয়া আছে। এরপর ডেপুটি হাই কমিশনের অফিস থেকে প্রতিনিধিদের ডেকে পাঠান হয়। পিছন পিছন উর্দিধারি পুলিশ আলোচনা ঘরে প্রবেশ করে। পুলিশ স্মারকলিপির প্রত্যয়িত পত্র চায়, তাঁদের তা দেওয়া হয়।
এরপর, সম্মানিত উপরাষ্ট্রদূতের প্রতিনিধি স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান এই স্মারকলিপির বার্তা তাঁর দেশের সরকার ও জনগণের কাছে তিনি পৌঁছে দেবেন। প্রজন্ম চত্বরের ভাই বোনেরা আপনাদের সংহতি জ্ঞাপণে উৎসাহ পাবে। পুলিশি বাধায় মিছিল করে দূতাবাসে আসতে না পারার খবরে তিনি বিস্মিত হন। তিনি আরও বলেন, কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে আমরা আরও সমর্থন আশা করেছিলেন। তাঁর সাথে কথা বলার সময়েও পুলিশ সেখানে উপস্থিত থাকে।
Leave a Reply